ইভেন্টে যোগ দিন

আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার ২০২৩

কৃষি, রপ্তানি শিল্প, স্বাস্থ্য, প্রযুক্তি, উৎপাদন শিল্প, এবং সেরা নারী উদ্যোক্তা এই ৬টি খাতের ক্ষুদ্র ও মাঝারি সফল উদ্যোক্তাদের খুঁজছি আমরা। আপনি নিজে বা আপনার পরিচিত এমন এসএমই উদ্যোক্তাকে মনোনীত করতে নিচের মনোনয় ফরম বাটনে ক্লিক করুন :

নিয়মাবলি

সাধারণের মধ্যে থেকেও যাঁরা অসাধারণ, এসব উদ্যোক্তাকে সম্মানিত করতে আয়োজিত হচ্ছে আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার ২০২৩।
  • মনোনীত/আবেদনকারী উদ্যোক্তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর ব্যবসাপ্রতিষ্ঠানের বয়স ট্রেড লাইসেন্স অনুযায়ী ন্যূনতম ২ বছর হতে হবে ।
  • ঋণখেলাপি, করখেলাপি উদ্যোক্তা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য-উপাত্ত যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট নথিপত্র বা সাপোর্টিং ডকুমেন্টস যাচাই করা আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কারের জুরি প্যানেলের এখতিয়ারভুক্ত।
  • আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য-উপাত্ত যাচাইয়ের লক্ষ্যে সরেজমিন অনুসন্ধান ও ভিডিও চিত্র ধারণের অধিকার এই জুরি প্যানেল সংরক্ষণ করে।
  • পুরস্কার প্রদানের ক্ষেত্রে এই জুরি প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কারের জুরি প্যানেল যেকোনো অথবা সব আবেদন/মনোনয়ন গ্রহণ বা বাতিল করা, বিজয়ী নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন বা পরিমার্জন করা এবং এ–সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • ৬টি ক্যাটাগরিতে (কৃষি, রপ্তানি শিল্প, স্বাস্থ্য, প্রযুক্তি, উৎপাদন শিল্প, এবং সেরা নারী উদ্যোক্তা) উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়া জুরি প্যানেল কর্তৃক যোগ্য বিবেচিত হলে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও থাকবে।
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল, ২০২৪।

ইভেন্টের ছবি

`